আলমডাঙ্গায় ট্রাক-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের সাথে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালা চাঁদ (৬২) নামে ওই পাখিভ্যানের চালক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত কালা চাঁদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চাষের জন্য সার কিনে আলমডাঙ্গা থেকে পাখিভ্যানে বাড়ি ফিরছিলেন কালা চাঁদ। এ সময় জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে চুয়াডাঙ্গাগামী একটি ড্রাম ট্রাকের সাথে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানের চালক কালা চাঁদ। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন : সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিহতের স্ত্রী রাজিয়া খাতুন জানান, শুক্রবার সকাল বেলা ১১টার দিকে ধান চাষের জন্য সার কিনতে আলমডাঙ্গা শহরে যান তার স্বামী। ঘণ্টাখানেক পর শুনতে পান- তার স্বামী ট্রাক চাপায় মারা গেছেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।