আসিফ এর ‘ও প্রিয়া তুমি কোথায়’র ২০ তম জন্মদিন আজ
বিনোদন ডেস্ক:
২৯শে জানুয়ারী, ২০০১ইং বিশ বছর আগে কথা, প্রথমে ঢাকা শহরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ”ও প্রিয়া তুমি কোথায়”।
অ্যালবামটি সংগ্রহে রাখার জন্য তখন মানুষ একরকম হুমড়ি খেয়ে পড়েছিল। এটি এমন একটি অ্যালবাম, যার প্রতিটি গান মানুষের মুখে মুখে ছিল।
এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যাবসা সফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’।
৬০ লাখেরও বেশি এ্যালবাম বিক্রি হয়েছিল।
ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড আর কখনো কোনদিন ভাংবেনা। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন।
প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন এক দশকেরও বেশি সময়। এখনো তিনি তরুনদের নিয়ে অবিরাম স্বপ্ন দেখেন।
১৯৯৮ সালে ‘রাজা নাম্বার ওয়ান’ ছবিতে ‘আমারি ভাগ্যে তোমারি নাম’ শিরোনামের গানটির মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে আসিফ আকবরের।
এখন পর্যন্ত মিক্সড এবং ডুয়েট সহ এ্যালবামের সংখ্যা ১৮৫টি, ফিল্ম মিলিয়ে ২০ বছরের মিউজিক ক্যারিয়ারে তিনি ১ হাজার ৮০০টিরও বেশি গান গেয়েছেন।
ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব কায়েম করে হয়েছেন বাংলা গানের ‘রাজপুত্র’। অজস্র জনপ্রিয় গানে সমৃদ্ধ হয়েছে বাংলা সঙ্গীতের ভান্ডার।
আসিফ সঙ্গীত জীবনের এতগুলো বসন্ত অতিক্রম করার পরেও তার শুরুর দিকে গাওয়া এবং এখনকার গাওয়া গানগুলোর মাঝে খুব বেশি পার্থক্য খুঁজে পাইনা।
আমাদের দৃষ্টিতে তিনি বাংলা গানের জীবন্ত কিংবদন্তি।
আজ অডিও ইন্ডাস্ট্রির ঐতিহাসিক এ্যালবাম
”ও প্রিয়া তুমি কোথায়” এর ২০তম জন্মদিন !!!
সবার প্রিয়া বেঁচে থাকুক প্রিয়দের অন্তরে, শুভ কামনা
শুভ জন্মদিন ”ও প্রিয়া তুমি কোথায়”