করোনা মোকাবেলায় তালায় গ্রাম ভিত্তিক গড়ে তোলা হচ্ছে আপদকালীন খাদ্য ভান্ডার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মহতী উদ্যোগ গ্রহণ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে স্থানীয় জনগণ।
বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় তালা উপজেলার ৬টি ও পার্শ্ববর্তী কেশবপুরের ১টি গ্রামের জনগণ এ উদ্যোগ গ্রহণ করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
তাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আরও ২টি গ্রামের জনগণ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
সরেজমিনে গেলে জাতপুর গ্রামের হেদায়েত উল্লাহ মুকুল, তামজীদ বিশ্বাস, গোপালপুরের তীর্থ কুমার দে, ডাংগানলতা গ্রামের কামাল হোসেনসহ সংশ্লিষ্ট গ্রামবাসীরা জানান,
করোনা ভাইরাসের এই ভয়াবহ সময়ে বিশেষ করে দরিদ্র মানুষদের খাদ্য সংকট দূর করতে প্রাথমিকভাবে উপজেলার ৭টি গ্রাম ও দু’টি শহরকে মডেল হিসেবে নিয়ে একটি কর্মকৌশল গঠন করা হয়।
গ্রামের উদ্যোগী ও উৎসাহী যুবকদের নিয়ে এজন্য শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষা, ক্ষুধা নিবারণ ও সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো।
আপদকালীন সময়ের জন্য খাদ্য সংগ্রহ, মজুদ করা ও খাদ্য সংকটে বিপর্যস্ত হয়ে পড়া পরিবারগুলোর মাঝে খাদ্য সরবারহ করা।
এছাড়া সরকারীভাবে কোভিড-১৯ এর সৃষ্ট সমস্যা মোকাবেলায় দরিদ্র মানুষের জন্য দেয়া ত্রাণ সামগ্রী যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহায়তা করা।
কমিটির উপদেষ্টা তালা শহরের অচিন্ত্য সাহা, শেখ শফিকুল ইসলাম, ডাংগানলতা গ্রামের মোঃ আলমগীর হোসেন,
কিসমতঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকসহ কয়েকজন জানান, করোনার প্রাদূর্ভাব মোকাবেলায় গ্রামবাসী নিজেদের উপলদ্ধি থেকে সংগঠিত হয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে।
এই লক্ষ্যে প্রতি গ্রামের সাহসী যুব সমাজকে নিয়ে যুব কমিটি এবং অভিজ্ঞ-প্রজ্ঞাবান বয়স্ক ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত হয়।