চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের সামনে জননী পরিবহনের ধাক্কায় ১ লেবার শ্রমিকের মৃত্যু
ডেইলীবার্তা প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহা সড়কের সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের সামনে জননী পরিবহনের ধাক্কায় কামাল (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টারদিকে এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়মাইল হটাত পাড়ার রিয়াজ উদ্দীনের ছেলে।
জানাগেছে কামাল হোসেন একজন দিন মুজুরী শ্রমিক প্রতিদিনের মতো সরোজগঞ্জ বাজারে লেবারের কাজ শেষে রাতে পারিশ্রমিক নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথিমধ্যে অপর দিক থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা জননী পরিবহন সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের সামনে পৌছালে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শ্রমিকের মৃত্যু হয়।
ঘটনাস্থলে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে।