চুয়াডাঙ্গা বদরগঞ্জ দশমী গ্রামে পরিবহনের ধাক্কায় এক শিশুর মৃত্যু
প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহা সড়কের বদরগঞ্জ দশমী গ্রামে আমেরচারা নামক স্থানে খাঁন পরিবহনের ধাক্কায় তনু (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টারদিকে এ দুর্ঘটনা ঘটে। তনু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামে ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তনু ও বড় ভাই তামিম সহ নানী বদরগঞ্জ বাজার থেকে কাজ শেষ করে ভ্যানে করে নামার সময় নানী ভাড়া দেয় ও বড় ভাই তামিম রাস্তা পার হয়ে চলে গেলে তনু যেতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বরিশাল গ্রামী খাঁন পরিবহন যার নং বরিশাল মেট্রো- ব ১১-০১৬৫ ধাক্কা দেয়। এতে তনু রাস্তায় সিটকে বাসের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বলে ঘোষণা করেন।
এই বিষয়ে সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাজারুল ইসলাম জানান,চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে দশমী নামকস্হানে বাসের ধাক্কায় এক শিশু মারাত্মক ভাবে জখম হয়ে মারা গেছে, আমরা ঘটনাস্থলে যেয়ে বাসটি আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় পাঠিয়ে দিই।