দামুড়হুদা থানার সামনে ভাইস চেয়ারম্যানের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার সামনে উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ইসরাফিল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরই দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য থানায় আসেন ইসরাফিল। মীমাংসা না হওয়ায় থানা থেকে বেরিয়ে যান তিনি।
আরও নিউজ পড়ুন: তালায় লকডাউন ১২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায়।
এ সময় থানার সামনে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বৃদ্ধকে ঘুষি ও ধাক্কা দেন। এতে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।