নাটোরে বিল থেকে একজনের মরদেহ উদ্ধার
আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে বিল থেকে মোজাম্মেল হোসেন মোজা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ধলাট বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোজাম্মেল হোসেন একই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আবু সিদ্দিক ও এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে বাড়ী থেকে বের হয় মোজাম্মেল হোসেন।
এরপর আর বাড়ীতে ফিরে আসেনি। দুপুরে স্থানীয়রা ধলাট বিলের মধ্যে মোজাম্মেলের মরদেহটি পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে মোজাম্মেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বাড়ীতে নিয়ে যায়।
এরপর পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ী পরিদর্শন করেন। তবে কিভাবে মোজাম্মেল মারা গেছে এ ব্যাপারে পুলিশ বা নিহতের পরিবারের কেউ কিছুই বলতে পারেনি।
মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ ।