নাটোর জেলার পুলিশ সুপার আকরাম বিশ্বাসের পিতা বীরমুক্তিযোদ্ধা হাজী আতর আলী বিশ্বাস আর নেই
চুুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা বাজারপাড়ার ও নাটোর জেলার পুলিশ সুপার আকরাম বিশ্বাসের পিতা বীরমুক্তিযোদ্ধা হাজী আতর আলী বিশ্বাস আজ রাত্র ৯ টার দিকে ইন্তেকাল করেন, ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানাগেছে নাটরের ছেলের বাড়ি থেকে আজ সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে সরোজগঞ্জ পৌছালে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন, পরিবারের লোকজন তাকে চুুয়াডাঙ্গাতে হাসপাতালে নিলে ডাক্তার ডাকে মৃত্যু বলে জানায়। তবে মরহুমের লাশ ২৪/১২/১৯ ইং মঙ্গলবার সকালের দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফনকাজ করবে বলে পারিবারিক সূত্রেজানাগেছে।