মাত্র ৬ রানে অলআউট করে ২৪৯ রানের জয় পেল বাংলাদেশ
ডেইলীবার্তা : দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে মেয়েদের ক্রিকেট ইভেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে ২৪৯ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের পাহাড়সম জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রিতু-সালমাদের বোলিংতোপে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে মালদ্বীপ। মাত্র অলআউট হয়ে যায় ৬ রানেই। যা টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগের রেকর্ডটিও মালদ্বীপের। ৬ রানে তারা রুয়ান্ডার বিপক্ষে অলআউট হয়েছিল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার শামিমা ও সানজিদা ফিরলেও ঝড়ো সূচনা পেয়েছে বাংলাদেশ। দ্রুতগতিতে রান তুলছেন নিগার সুলতানা ও ফারজানা হক। তাদের ব্যাটে ১০ ওভারের আগেই শত রান পেরোয় বাংলাদেশ। ৩৬ বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন অর্ধশতক। অন্যদিকে দারুণ ব্যাটিং করে ৩০ বলে ফিফটি করে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুতগতির ফিফটির রেকর্ড গড়েন ফারজানা।
দুজনে রেকর্ড পার্টনারশিপের জুটি গড়ে বাংলাদেশকে নিয়ে যেতে থাকেন অনন্য উচ্চতায়। সেই সাথে ব্যক্তিগত শতকের পথে এগুতে থাকেন দুজনই। ৫৯ বলে ১২ চার আর ৩ ছক্কায় বাংলাদেশের হয়ে প্রথম শতক তুলে নেন নিগার সুলতানা। দারুণ ব্যাটিং করে ৪৯ বলে ১৮ বাউন্ডারিতে শতক তুলে নেন ফারজানা হক। শেষ পর্যন্ত নিগার সুলতানা ১১৩ ও ফারজানা হক ১১০ রানে অপরাজিত থাকেন।