মেলায় দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস
এবার একুশে গ্রস্থমেলায় জীবন নিয়ে দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস ‘টেক্সান রানী ও ব্লু বনেট’ প্রকাশিত হয়েছে। মেলার শেষ দিন পর্যন্ত অনন্যার প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ

৫ বছরের রানী -কে নিয়ে তার মা সদা চিন্তিত, ভাবে এই বুঝি মেয়ে বিদেশী হয়ে গেলো। রয়েছে টগর, যে কিনা ১৬ বছর বয়স থেকেই আমেরিকা বাসি। সে মনে করছে তারা হচ্ছে কোকোনাট জেনেরেশন। উপরে ব্রাউন ভেতরে সাদা। সাদা আর ব্রাউনের মাঝে রেখা অঙ্কনের চেষ্টা থাকে অভিভাবকের পক্ষ থেকে কিন্তু কত দূর পর্যন্ত তা সম্ভবপর তাই দেখার ও ভাবার বিষয়।
লেখিকার এ বইটিতে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে বাবা -মায়েদের যেরকম দ্বিধা দ্বন্দ্ব আছে তাই নিয়ে ঘটনা এগিয়েছে।
লেখালেখি ও প্রকাশিত বই প্রসঙ্গে দিলরুবা আহমেদ এতো বলেণ, ‘লেখক হবেন মননশীল যত্নশীল চিন্তাশীল ব্যাক্তিত্ববান স্বপ্নের দেশের মানুষ, যার লেখা পড়ে আরো দশজন তার মতো হতে চাইব, তার তৈরী চরিত্র গুলোর মতোই হতে চাইবে।
আরও পড়ুন:আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ।
তিনি আরো বলেন, ‘আগে লেখক হয়ে উঠবে তারপরে বই বের করবে। এখন আগে বই বের করে তারপরে বলতে আসে আমি লেখক। এখনকার অনেক লেখকই বই একটা লিখেই চানাচুর ওয়ালার মতন ফেরি করে বাড়ান তার বই, এটা লজ্জার।’
তিনি বলেন, ‘আমি ফেরি করে বেড়াই না যে আমি লেখক, আমি চাই হঠাৎ কেউ এসে আমাকে বলবে আপনি কি লেখক দিলরুবা, আমি আপনার একটা বই পড়েছিলাম, খুব ভালো বইটা, সেই থেকে ভাবছিলাম কবে দেখা হবে। এমন কোনো একটা দিনের জন্য আমি অনেক বছর অপেক্ষা করে থাকতে পারি। লেখালেখির জায়গাটা আমার কাছে আমার ভীষণ আরাধ্য ভূমি।