আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

অভিনেত্রী নিপুণ বলেন এফডিসিকে সচল করাটা সবচেয়ে জরুরি

হঠাৎ করেই চারদিকে গুঞ্জন শাকিব-নিপুণ নতুন প্যানেল হয়ে এবারে শিল্পী সমিতি নির্বাচন করতে যাচ্ছে। বেশ কয়েকটি অনলাইনেও এসেছে এমন খবর।

চলচিত্র অভিনেত্রী নিপুণ
চলচিত্র অভিনেত্রী নিপুণ | সংগৃহীত

এই খবর চাউর হলে সত্যতা যাচাই করতে নিপুণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন, কেবলমাত্র সবকিছু খুলেছে। দীর্ঘদিন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপরও স্টাফদের বেতন, দেখাশোনা করতে হয়েছে। এগুলো সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর ভেতরে নির্বাচনের কথা কোত্থেকে এলো। আর এফডিসিতে এখন প্রয়োজন বেশি বেশি ছবি নির্মাণ। এফডিসিকে সচল করাটা সবচেয়ে জরুরি। এত নেতাগিরি করে কী হবে। এখনকার এফডিসিতে ঢুকলে আমার কান্না পায়। ঐ ঈদ উত্সবে কিছু সাহায্য দিয়ে কী এত শিল্পী-কুশলীদের জীবিকা বাঁচানো যাবে? এখন তাই ছবি দরকার বেশি।’

অভিনেত্রী নিপুণ

এদিকে শাকিব খানও স্পষ্ট করেছেন যে, তিনি শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেন, ‘চলচ্চিত্রে নেতৃত্ব নয়, বরং ভালো ভালো ছবি বানিয়ে এফডিসির অবস্থা ফেরাতে হবে।’

উল্লেখ্য, শিল্পী সমিতির বর্তমান কমিটি গত ২ বছরে নানা আলোচনা-সমালোচনার তৈরি করেছে। তবে বর্তমান কমিটি বিপ্ত হয়ে নতুন কমিটি তৈরির জন্য নির্বাচন কবে সেটিও এখনো স্পষ্ট নয়।

এদিকে অভিনেত্রী নিপুণ আগামী নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে বলেন, ‘আমরা ১ মাস সময় নেবো। হয়তো সামনে মাসে সবার সঙ্গে বসে কোনো সিদ্ধান্তে নিতে পারি। তবে এখনো তার কোনো কিছুই চূড়ান্ত বলা যাচ্ছে না। তবে এটা ঠিক, আমি-আমরা মনে-প্রাণে চাই, এফডিসি কর্মমুখর হোক। কজন নায়ক-নায়িকা আর পরিচালকদের নিয়েই তো শুধু এফডিসি না। এখানে অনেকেই বিভিন্ন সেক্টরে কাজ করে নিজেদের জীবিকানির্বাহ করে। সেক্ষেত্রে এসব বিষয় আমাকে ভীষণ ভাবায়।’

উল্লেখ্য, করোনাকালে সর্বপ্রথম নিপুণের উদ্যোগে এফডিসির বিভিন্ন কর্মীদের সহযোগিতার হাত বাড়ান তিনি। এরপর থেকে নিয়মিতভাবে নিপুণ বিভিন্ন সময়ে এফডিসির কর্মীদের সহযোগিতা করে আসছেন। তবে নিজেদের ভেতরে বেশ ক’জন তারকাদের নিয়ে আলাদা একটা সহমত তৈরি হয়েছে বলেও শোনা যায়। এই শোনা কথার বিষয়টি যদিও উড়িয়ে দিলেন চিত্রনায়িকা নিপুণ।

তবে বিভিন্ন প্রাসঙ্গিকতায় অনেকের নামই শোনা যাচ্ছে, তাদের ভেতরে সাইমন, নিরব, ইমনসহ অনেকেই আছেন। এদিকে বর্তমান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর পারিবারিক কাজে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।