আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আর্জেন্টিনা তারকা মেসির চোখে পানি নারী সাংবাদিকের কথায়

চলতি কাতার বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। নিজে গোল করছেন এবং গোল করিয়েছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করতে মেসির বাকি আর একটি ম্যাচ।

মেসির চোখে পানি নারী সাংবাদিকের কথায়

ফাইনালে নামার আগে আর্জেন্টিনার এক সাংবাদিক দেশের মানুষের হয়ে ধন্যবাদ জানালেন মেসিকে। ওই সাংবাদিক লিওনেল মেসিকে জানিয়েছিলেন যে আর্জেন্টিনার জনগণের জন্য মেসি কী করেছেন। এরপরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। চোখ ছলছল করে উঠেছিল এলএম টেনের।

ক্রোয়েশিয়াকে হারানোর পরে আর্জেন্টিনার এক নারী সাংবাদিকের সাথে কথা বলছিলেন লিওনেল মেসি। সাক্ষাৎকার শেষে সেই সাংবাদিক মেসিকে বলেন,‘শেষে আমি কিছু বলতে চাই। এটা প্রশ্ন নয়। বিশ্বকাপের ফাইনাল আসছে। আমরা চাই বিশ্বকাপ জিততে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খেলার ফল যাই হোক না কেন,আপনি আর্জেন্টিনার প্রতিটা মানুষকে হাসতে শিখিয়েছেন,বাঁচতে শিখিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনিই সেরা।’

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানায় জাতীয় স্মৃতিসৌধে।

এখানেই থেমে থাকেননি ওই সাংবাদিক। তিনি মেসিকে আরো বলেন,‘আর্জেন্টিনার এমন কোনো শিশু নেই, যার কাছে আপনার জার্সি নেই। হতে পারে সেটা নকল, বা অন্য কিছু দিয়ে তৈরি। সত্যি,আর্জেন্টিনার প্রত্যেকের মনে আপনি জায়গা করে নিয়েছেন। সেটা আমার কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি।’

সাংবাদিকের কথা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল মেসি। তার চোখ ছলছল করতে থাকে। সাংবাদিক আরো বলেন,‘আশা করছি আমার কথা আপনি গুরুত্ব দিয়ে শুনছেন। আপনি যা করেছেন তা আমাদের কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি। ধন্যবাদ, অধিনায়ক।’

সাংবাদিকের কথা শেষ হওয়ার পরে তাকে ধন্যবাদ জানান লিওনেল মেসি। আর কিছু বলতে পারেননি। কিন্তু তার চোখ বুঝিয়ে দিচ্ছিল, এ রকম ভালবাসা পেয়ে কতটা খুশি তিনি। এই ভালোবাসার জন্যই রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নামবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবার বল পায়ে নামবেন তিনি। বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়ে তুলতে চান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

সূত্র : হিন্দুস্তান টাইমস