আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

আলমডাঙ্গায় ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাবা আহত : সুজন মেকানী আটক

চুুয়াডাঙ্গা প্রতিবেদক :

চুুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ৯ম শ্রেণির ছাত্রীকে মধ্যেরাত্রে অপহরণের চেষ্টায়, বাঁধা দেওয়ায় অপহরণকারীদের লাঠির আঘাতে বাবা আহত, একজন আটক, পলাতক তিনজন রয়েছে ।
আলমডাঙ্গায় ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাবা আহত : সুজন মেকানী আটক
আলমডাঙ্গায় ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাবা আহত : সুজন মেকানী আটক

ঘটনাটি ঘটেছে (০৬-০৬-২০২০)শনিবার দিবাগত রাত্রে, চুুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলহাস ইউনিয়নের শিশিরদাড়ি গ্রামে।

জানাগেছে শিশিরদাড়িয়া গ্রামের শাহাবুলের মেয়ে ৯ম শ্রেণির পড়ুয়া ছাত্রী শাহানাজ পারভীন (১৫) কে, দীর্ঘদিন যাবত একই গ্রামের বখাটে আশিক (২৫) সহ বন্ধুরা মিলে প্রতিনিয়তই খারাপ, বাজে, কুপ্রস্তাব দিয়ে আসতেছিলো স্কুল ছাত্রী শাহানাজকে।

তবে মাঝে মাঝেই ছাত্রীকে কুপ্রস্তাবের সাথে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকতো, আশিকুর সহ তিন বন্ধু মিলে।

যানাযায় চারজন অপহরণকারী হলেন আইলহাস ইউনিয়নের শিশিরদাড়িয়া গ্রামের, মোজাম আলীর ছেলে আশিকুর রহমান আশিক (২২), মৃত আজিজুল হকের ছেলে সুজন মেকানী (২৪), লেল্টু হোসেনের ছেলে কামাল হোসেন (২৫) , এবং দাউদ মল্লিকের ছেলে মিন্টু (২৩)।

(০৬-০৬-২০২০)শনিবার দিবাগত রাত্রে শাহানাজ পারভীন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো নতুন ঘরটিতে দরজা না থাকায় , সেই সুযোগ বুঝে বখাটে চারজনে রাত্রের আধাঁরে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময়ে চিৎকার করায়, বাবা শাহাবুল হোসেন ছুটে এসে মেয়েকে বখাটেদের কাছে থেকে বাঁচাতে গেলে, বখাটেদের লাঠির আঘাতে আহত করে, দূরুত পালিয়ে যায়।

তবে পরিবারের লোকজনে মেয়ের বাবা শাহাবুলকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা স্থলে পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার মোঃ মাসুদ রানা সহ সঙ্গীও ফোর্সের সহযোগিতায় সুজন মেকানীকে আটক করে থানায় নেওয়া হয়।

এবং পরে দিন শাহানাজ পারভীনের বাবা অপহরণকারীদের নামে আলমডাঙ্গা থানায় চারজনকে বাদি হয়ে মামলা দায়ের করেন বলে জানাগেছে।

এদিকে কথা বলা হয়েছে আলডাঙ্গা থানার তদন্তর অফিসার মোঃ মাসুদ রানার সাথে তিনি প্রতিবেদকে জানিয়েছে ঘটনা স্থলে গিয়েছিলাম, সুজন মেকানী কে আটক করা হয়েছে এবং তিনজন পলাতক রয়েছে,শাহানাজ পারভীনের বাবা শাহাবুল আহত হয়েছে।

মেয়ে বাবা বাদি হয়ে আশিক, সুজন, কালাম, মিন্টুর নামে মামলা করেন।
তদন্তর অফিসার মাসুদ রানা বলেন মধ্যে রাত্রে অনা অধিকারে প্রবেশের কারণে হামলা ও ছিলতাহানির মামলা হয়েছে।

তবে আজ সোমবার আসামী সুজন মেকানীকে আদালতে নেওয়া হবে বলে পুলিশের সূত্রে জানাগেছে।