আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

কোন পথে নাটোর? মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
গত ১০মে থেকে মার্কেট ও দোকানপাট সীমিত আকারে খোলার নির্দেশনা দেয় সরকার।
সে নির্দেশনা অনুযায়ী নাটোরেও দোকান পাট ও বিপনী বিতান খুলে ব্যবসায়ীরা।
তবে সীমিত আকারের পরিবর্তে নয়, চলছে পুরোদমে।
সব কয়টি মার্কেট ও বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
এতে করে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য সচেতনরা।
কোন পথে নাটোর? মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
কোন পথে নাটোর? মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

এদিকে, সরকারী নির্দেশনা ভঙ্গ করে নাটোরে আরও দুই ঘন্টা বেশি সময় দোকানপাট খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে করে সকাল থেকেই মার্কেটগুলোর সামনে ক্রেতারা ভিড় করে বসে থাকছে।

সূত্র জানায়, গত ১০মে থেকে মার্কেট ও দোকানপাট সীমিত আকারে খোলার নির্দেশনা দেয় সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও বিপনী বিতান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

এরপর থেকেই ঈদকে সামনে রেখে নাটোরের মন্দির মার্কেট, বিসমিল্লাহ ক্লথ স্টোর, মাওলনা ক্লথ স্টোর সহ সব কয়টি মার্কেট ও দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
পোশাক ক্রয় করার জন্য সকাল থেকেই এসব মার্কেটের সামনে জড়ো হতে থাকে ক্রেতারা। তবে ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ততই ভিড় বাড়ছে।
কোন ব্যবসায়ীই সামাজিক দূরত্বের নিয়ম মানছে না।

আরও পড়ুনঃ বড়াইগ্রামে সাংবাদিক এবং আওয়ামী লীগের নেত্রীর উপরে হামলা

এদিকে, নাটোরের আশপাশের জেলাগুলোতে দোকান পাট খোলা হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণে আবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু নাটোরের প্রশাসন উল্টো পথে হেঁটেছে। বারবার ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে ব্যবসা করার কথা বললেও ব্যবসায়ীরা প্রশাসনের সে কথা শুনছে না এবং মানছে না।

উল্লেখ্য, নাটোরে এখন পর্যন্ত সিংড়া, গুরুদাসপুর, সদর এবং লালপুরে মোট ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাঁচ শতাধিক নমুনার ফলাফল এখনও আসেনি।