আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঠন্ডা নেছা (৭০) নামের একজন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বদরগঞ্জ বাজারে পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত নারী ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। নিহত ঠন্ডা নেছা পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

ট্রাকের ধাক্কায় মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ঠন্ডা নেছা একজন ভিক্ষুক ছিলেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার স্বামী দীর্ঘদিন আগেই মৃত্যু বরণ করেন। ভিক্ষাবৃত্তি করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। দুপুরে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী কাঁচামাল বোঝায় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত সটকে যায়। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিএনপি মিছিল-স্লোগানে মুখরিত সিলেট বিভাগীয় গণসমাবেশ স্থল।

এ বিষয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌছায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।