আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

জমি সংক্রান্ত বিরোধে পিতা-পুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
জমি সংক্রান্ত বিরোধে পিতা-পুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম
জমি সংক্রান্ত বিরোধে পিতা-পুত্রসহ ৪ জনকে কুপিয়ে জখম

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মইনুল হক মাসুম, মোতালেব হোসেন, তোরাপ আলী এবং রাশেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াবাজার এলাকার আজব আলীর সঙ্গে একই এলাকার মোতালেব হোসেনের ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার রাতে জমির বিষয়ে হঠাৎ আজব আলী এসে মোতালেব হোসেনকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এই নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজব আলীসহ তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মইনুল ইসলাম তার পিতা মোতালেব আলীসহ তোরাপ আলী এবং রাশেলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুতর আহত মইনুল হক মাসুম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে এখনো মামলা চলমান রয়েছে। আমরা দুইবার কোর্টের রায়ও পেয়েছি। তার পরও বিভিন্ন সময়ে তারা আমাদের হত্যার হুমকি দিতো। আজকে আমাদের হত্যার উদ্দেশ্যেই মাথায় কুপিয়েছে। এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।