আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

তারকাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন

করোনায় টানা তিন মাস শুটিং বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে নাটকের কাজ শুরু হলেও অভিনয় থেকে বিরত ছিলেন অভিনয়শিল্পীরা। শুরুতে দু-একজন কাজে ফিরলেও বেশির ভাগ শিল্পীই করোনা আতঙ্কে শুটিং থেকে দূরে ছিলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ অভিনয়ে সাহস করলেও আতঙ্কে ছিলেন সময়ের চাহিদাসম্পন্ন টিভি তারকারা। কারও কারও অভিনয়ে ফেরা এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক বাড়ে নাট্যাঙ্গনে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন অনেকে। অবশেষে করোনাকে মেনে নিয়ে অভিনয়ে ফিরেছেন নাটকের শিল্পীরা। সবার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন ।

তারকাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন
তারিন, জাহিদ হাসান, অপি করিম, তিশা, মোশাররফ করিম, মেহজাবিন।

সিনিয়র-জুনিয়র শিল্পী থেকে শুরু করে চাহিদার শীর্ষে থাকা তারকারাও এখন ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে। নির্মাতারাও শিডিউল নিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছেন তারকা থেকে তারকার দুয়ারে।

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, সাফা কবির, অপর্ণা, সজল, জোভান, জাহিদ হাসান, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা, মুমতাহিনা টয়া, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, আফরান নিশো, অপূর্ব, প্রভা, তাসনূভা তিশা, পায়েলসহ আলোচিত টিভি তারকারা এখন লাইট-ক্যামেরার সামনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সবার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নাট্যাঙ্গন । বিভিন্ন শুটিং-হাউস ফিরেছে পুরানো রূপে। ঢাকার বাইরেও ছুটে চলেছে নাটকের ইউনিট।

সম্প্রতি নাটকে ফিরেছেন সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২৩ আগস্ট ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটক দিয়ে শুরু করেন অভিনয়। এতে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো। নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। মেহজাবীন বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি।
চেয়েছি পরিবারের সঙ্গে আনন্দঘন সময় পার করতে। তাই তিন সপ্তাহ পর শুটিং করলাম। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। টানা কাজ না করে গ্যাপ দিয়ে কাজ করব।’ ‘বড় লোকের বেটি’ শিরোনামের একটি নাটক দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেতা মোশাররফ করিম। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

আরও পড়ুন: পুরানো জনপ্রিয় গানগুলো ফিরছে নতুন শিল্পীর কণ্ঠে।

অভিনয়ে ফিরেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি ‘শেফালী পাগলী’সহ কয়েকটি নাটকে কাজ করেছেন। অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী দিলারা জামান। সম্প্রতি তিনি দুইটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। তিনি বলেন, ৫ মাস পর শুটিংয়ে ফিরেছি। সর্বশেষ আমি ও হায়াৎ ভাই (আবুল হায়াৎ) ১৮ কিংবা ২০ মার্চ শুটিং করেছিলাম। এরপর পর আগস্টের ১২-১৩ তারিখে তৌকীর আহমেদের ‘রূপালী জোসনায়’ নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছি। এরপর হাবিব শাকিলের ‘পরের মেয়ে’ নাটকে কাজ করেছি। এ দুটি নাটকই চলতি ধারাবাহিক। আগামী মাস থেকে বিটিভির নতুন ধারাবাহিক জাহিদ হাসান পরিচালিত ‘পিছুটান’ নাটকে কাজ করব।

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন: বিনোদন