আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

তালায় বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে জখম ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার তালার পল্লীতে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০.৩০ টার সময় রুস্তম আলীর বাড়িতে আচমকা হামলা করে তাকে বেধড়ক মারপিট করে ও শ্বাসরোধে হত্যা চেষ্টা চালায় তারা। এ সংক্রান্তে প্রতিবেশী বাবুর আলী বিশ্বাসের ছেলে আলাউদ্দীন বিশ্বাস (৪৮) ও তার স্ত্রী সিমা বেগম (৩৫) কে বিবাদী করে বুধবার (২৩ ডিসেম্বর) তালা থানায় ভিকটিম রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম একটি এজাহার দাখিল করেন।

তালায় বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে জখম ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

এজাহার সূত্রে জানা যায়, তালার ভায়ড়া গ্রামের বাসিন্দা মোঃ রুস্তম আলী বিশ্বাস (৭০) উপজেলার তেঁতুলিয়া গ্রামের দইসরা বিলে তার ১ বিঘা জমির হারির টাকা চাইতে গেলে অভিযুক্ত আলাউদ্দীন বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০.৩০ টার সময় আলাউদ্দীন বিশ্বাস ও তার স্ত্রী সিমা বেগম বাঁশের লাঠি লোহার রড হাতে রুস্তম আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় রুস্তম আলী ঘর থেকে বেরিয়ে এলে, অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটাতে শুরু করে ও একপর্যায়ে আলাউদ্দীন বিশ্বাস গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে আঘাতটি ফসকে রুস্তম আলীর ডান চোখের নিচে লাগায় গুরুতর রক্তাক্ত জখম হয়। রুস্তমের ডাক-চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: সাংবাদিক সুজনের দাদা পবন মালিথা আর নেই।

প্রতিবেশীরা জানান, মারপিটের ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তবে রুস্তম আলীর ডাক-চিৎকারে ঘটনাস্থলে এসে বিবাদীদের হাত থেকে রুস্তম আলী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। এসময় বিবাদী আলাউদ্দীন ও তার স্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার সময় রুস্তম আলী ও স্ত্রীকে সুযোগ পেলে খুন করার হুমকি দেয়। তারা আরও জানান, বিবাদী আলাউদ্দীন ইতিপূর্বে ডাকাতি ও খুনের মামলায় একাধিকবার হাজতবাস করেছে।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রুস্তম আলীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। বর্তমানে রুস্তম আলী সেখানে চিকিৎকসাধীন আছেন। এ ব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্তপূর্বক দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।