আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরাও দাবি করছি : মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন এবং এটি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণের প্রতিবাদে চলা আন্দোলনের ব্যাপারে আমরা সুস্পষ্ট একটা বিষয় জানিয়ে দিতে চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমরাও দাবি করছি।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ

আজ রবিবার তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া এবং এ ব্যাপারে আইনের যথাযথ সংশোধন আগামী সোমবার কেবিনেটে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমরা আশা করি যে আগামী সোমবার কেবিনেটে উপস্থাপনের ভিত্তিতে আগামী সংসদে আইনটা পাশ হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই ধর্ষণের বিরুদ্ধে এবং সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন। ইতিমধ্যেই যে সমস্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা যদি দেখি ফেনী ফুলগাজীর ধর্ষণের ঘটনায় ১৭ জনকে ফাঁসি দেয়া হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামিসহ গ্রেফতার ২।

ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের প্রত্যেক পরিবারের, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে আপনার ঘরের সন্তানের প্রতি আগে নজর রাখুন। আপনার সন্তান কি করছে, তারা কখন কার সাথে মিশছে বা তাদের চালচলন কেমন, তারা কোনও মাদকের সাথে সংযুক্ত হচ্ছে কিনা বা কোনও অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে কিনা।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনারা ঘর থেকে যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পরিবার থেকেই একটা সমাজ আদর্শ মানুষ দাঁড়াই গঠিত হবে এবং সেখানে মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ