নান্দাইলে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার ॥ থানায় মামলা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের শিকার হয়েছে।

গত মঙ্গলবার রাতে ধর্ষিতার বাড়িতে একটি ঘরে এই ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় রসুলপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আলমগীর হোসেন (২৫) এর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক আলমগীর হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ধর্ষিতাকে মেডিকেল টেস্ট করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

