আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মানবতার ফেরিওয়ালা প্রতিবন্ধী সিএনজি চালক মোঃ আলী।

অর্ণব মল্লিক, কাপ্তাই, রাঙ্গামটি:

কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের পরিষদের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলী হোসেন পেশায় একজন সিএনজি চালক। তবে তিনি অন্যসব সিএনজি চালকের থেকে ভিন্ন কারণ তিনি শারিরীক প্রতিবন্ধী।

তিনি খুব ছোট বেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে তার বাম পা টি অবশ হয়ে যায়। কিন্তু তিনি জীবনযুদ্ধে ভেঙ্গে পড়েনি বরং পেশা হিসেবে বেছে নিয়েছেন সিএনজি চালানো।

শুধু তাই নয় তিনি একজন প্রতিবন্ধী সিএনজি চালক হয়েও আত্মমানবতার সেবায় নিজেকে অর্পন করেছেন।

কোন অসচ্চল ব্যাক্তি তার সিএনজিতে উঠলে তাদের কাছ থেকে কোন ভাড়া নেন না বরং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এইরকম ভাবে তিনি অনেক প্রতিবন্ধী ব্যাক্তিকে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছানো সহ বিভিন্ন আত্ম মানবিক সেবায় এগিয়ে আসেন।

দৃষ্টি প্রতিবন্ধী রাসেল ও শারীরিক প্রতিবন্ধী বেলাল থেকে জানা যায় সিএনজি চালক মোঃ আলী তাদের ত্রানের জন্য নিয়ে আসে কাপ্তাই উপজেলা সদরে এবং বিগত ৭ থেকে ৮ বছর ধরে তিনি তাদের কাছ থেকে কোন ভাড়া তো নেন না বরং তাদের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন।

প্রতিবন্ধী সিএনজি চালক মো: আলী হোসেন জানান, বিগত ৭/৮ বছর ধরে তিনি শত শত অসচ্ছল প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় হাসপাতাল এবং হাটবাজার এ নিয়ে গেছেন এবং নিজের উপার্জিত অর্থ হতে তাদের সহায়তা করেছেন।
ভবিষ্যৎতে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল শারীরীক প্রতিবন্ধী সিএনজি চালক মো: আলী হোসেন এর এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, সমাজের সকল মানুষ যার যার ক্ষেত্রে যদি এই ছোট ছোট সেবা মূলক কাজ করে তাহলে মানবতা জেগে উঠবে, মনুষত্ব জেগে উঠবে, দেশ সোনার বাংলায় গড়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে।