আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের ইউএনএইচসিআর’র কাছে হস্তান্তর

জিয়াবুল হক, টেকনাফ

টেকনাফের উপকূলীয় এলাকা থেকে মালয়েশিয়াগামী ৩৯৬ জন আটক রোহিঙ্গাদের ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন রাখা হচ্ছে টেকনাফ ও ঘুমধুম প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোষ্টগার্ডের সদস্যরা এসব রোহিঙ্গাদের ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করে।

ইউএনএইচসিআর এর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের নৌ- ঘাট থেকে মালয়েশিয়াগামী ফেরত আসা আটক ৩৯৬ জন রোহিঙ্গাদের ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।


তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। আগে থেকে প্রস্তুত রাখা টেকনাফ ও ঘুমধুম ট্রানজিট সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে তাদের।

এব্যাপারে টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, মালয়েশিয়া যাত্রী রোহিঙ্গা ভর্তি জাহাজ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নৌঘাট দিয়ে উঠা ৩৯৬ জন রোহিঙ্গাকে প্রাথমিক চিকিৎসাসহ মানবিক সেবা শেষে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনা ভাইরাস সংকটে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে টেকনাফ কেরুনতলী ও ঘুমধুম প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে নিয়ে যাওয়া হয়েছে।

আটক রোহিঙ্গা সুত্রে জানা যায়, গত দুই মাস পুর্বে ৪২২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেয়।

কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান থাকাকালীন তাদের ট্রলারে ২৮ জন মারা যায়।

ফলে গত ১৫ এপ্রিল বুধবার রাত ৯ টার দিকে মেরিনড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নৌ ঘাট থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। তাদের বহনকারী জাহাজটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে আটক রোহিঙ্গাদের টেকনাফ ট্রানজিট জেটি ঘাটে নিয়ে আসা হয়। পরে আইনী প্রতিক্রিয়া শেষে দুপুরের দিকে এসব রোহিঙ্গাদের ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়।