আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত অস্ত্র ও গুলি উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ভোররাতে রোহিঙ্গা ডাকাত দল ও র‍্যাবের সাথে গোলাগুলি সংঘটিত হয়। উক্ত ঘটনায় আব্দুল করিম (৩৮)নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

নিহত ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দু সালামের পুত্র।

সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত তিনটার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদীর ট্যুরিজম পার্ক এলাকায় এ ঘটনার ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন কেরোনতলী এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে

সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র‍্যাবের ও পাল্টা গুলি ছোঁড়া হয়।

উক্ত ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম(৩৮) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এদিকে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি এলজি, ৩ রাউন্ড গুলি,২ রাউন্ড গুলির খালী খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন,নিহত ডাকাত অহরন মামলার পলাতক আসামী ও তার বিরুদ্ধে টেকনাফ থানায় ৪টি মামলা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারী এবং চিহ্নিত ডাকাত।