আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

শেষ হয়নি বিশ্বকাপে বাংলাদেশের সেমির স্বপ্ন, এখনো সম্ভব যেভাবে

অস্ট্রেলিয়ায় চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও সেমিফাইনালে যাওয়ার পথ খোলা আছে টাইগারদের সামনে। তবে এ সমীকরণ বেশ জটিল।

শেষ হয়নি বাংলাদেশের সেমির স্বপ্ন

বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে বেশ কয়েকটি শর্ত আছে। প্রথমত নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। সেক্ষেত্রে সাকিবদের পয়েন্ট হবে ৬।

এদিকে ৬ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বর্তমানে টেবিল টপার ভারত। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের ম্যাচ বাকি আছে একটি, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে প্রোটিয়াদের ম্যাচ বাকি ২টি, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ তাদের মতো বাংলাদেশেরও সেমির স্বপ্ন বেঁচে আছে। বাংলাদেশের সেমির স্বপ্নে দ্বিতীয় শর্ত হলো, দক্ষিণ আফ্রিকার পরের দুই ম্যাচেই হারতে হবে। কাগজে-কলমে সম্ভব হলেও বাস্তবে যেটাকে অনেকটা অসম্ভবই।

আবার দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ জিতে গেলেও বাংলাদেশের কিছুটা সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে ভারতকে শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারতে হবে। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশেরও বড় ব্যবধানে জয় বাধ্যতামূলক।

জিম্বাবুয়ের বিপক্ষে হারলে ভারতের পয়েন্ট ৬-ই থাকবে। আবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টাইগারদের পয়েন্টও ৬ হবে। সেক্ষেত্রে সেমির শর্তে বিবেচনায় আসবে রানরেট।

আজ ম্যাচ শেষে ভারতের রানরেট +০.৭৪৬, বাংলাদেশের রানরেট -১.২৮২। অর্থাৎ ভারতকে টপকে সেমিফাইনালে যেতে হলে রানরেটে আরো কয়েকগুণ এগোতে হবে টাইগারদের। মোটাদাগে সেমির টিকিটির জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণ-

১. পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়।
২. পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হার অথবা জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে ভারতের হার।