আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা উসুই প্রু মারমা নিহত

অর্ণব মল্লিক,কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলার চিৎমরম ইউপি এলাকাধীন হেডম্যান পাড়া নামক জায়গায় গতকাল বুধবার(১ এপ্রিল) রাত ১১ টায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের সহ সভাপতি উসুই প্রু মারমা নিহত হন।
সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা উসুই প্রু মারমা নিহত
সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতা উসুই প্রু মারমা নিহত

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে কয়েকশ গজ দূরে ব্রাশ ফায়ার করে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার স্ত্রী এবং ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার থানা এলাকার আওতাধীন চিৎমরম হেডম্যান পাড়া নামক স্থানে একদল উপজাতী সন্ত্রাসী বুধবার রাত ১১ টায় ইউনিয়ন যুবলীগ নেতা উসুই প্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।

এদিকে ঘটনার পর রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার,

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ পুলিশ, সেনা ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহতের মরদেহ উদ্ধার করে রাত ৩ টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দিন জানান, নিহতের মরদেহ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে এবং তিনি জানান আভিযোগ দায়ের করা হলে সেই প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হবে।

এদিকে কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন,পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছি।
তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।