সরোজগঞ্জ বাজারে বৈদ্যুতিক খুটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা
দি ডেইলী বার্তা: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সাথী পরিবহন এর একটি বাস দূর্ঘটনার শিকার হয়। রাস্তার পাশে থাকা পিডিবি লাইনের খুঁটির সাথে বাসটির ধাক্কা লাগে।

বাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে, বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে যায়। তবে কেউ গুরুতর ভাবে আহত হননি, সবাই নিরাপদ বাস থেকে নেমে গেছ। ধারনা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় ছিলে।
বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়।

