আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সড়কের পাশে গাছে ঝোলানো ব্যাগে ফুটফুটে নবজাতক

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে সড়কের পাশে গাছে ঝোলানো বাজারের ব্যাগ থেকে এক ফুটফুটে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দি‌কে উপ‌জেলার গোলখালী শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সড়কের পাশে গাছে ঝোলানো ব্যাগে ফুটফুটে নবজাতক
সড়কের পাশে গাছে ঝোলানো ব্যাগে উদ্ধারকৃত নবজাতক

পরে স্থানীয়রা নবজাতককে সার্জিক্যাল ক্লি‌নি‌কে ভর্তি করে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘের মালিক ইসরাইল গাজী, আবদুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, গোলখালী বিলে তাদের মাছের ঘের রয়েছে। বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। শ্মশানঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে সড়কের পাশে গাছে বাজারের ব্যাগ ঝুলতে দেখেন।

কৌতূহলবশত ভেতরে কী আছে, স্থানীয়দের সেটি দেখতে বলেন। এ সময় তারা বাজারের ব্যাগ খুলে দেখতে পায় সদ্যভূমিষ্ঠ হওয়া এক ফুটফুটে নবজাতক ছেলেশিশু। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন।

আরও পড়ুন: গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামিসহ গ্রেফতার ২।

ওই ক্লিনিকের ডাক্তার শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ র‌য়ে‌ছে। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ক্লিনিকে উপস্থিত হয়ে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি ব‌লেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।