আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

সিংড়ায় অজ্ঞাত রোগে মারা গেলো ২২ শত মুরগী, খামারি সর্বশান্ত

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বড় বারোইহাটি গ্রামে অজ্ঞাত রোগে ২২ শত লেয়ার মুরগী মারা যাওয়ায় সর্বশান্ত খামারি সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম সরদার।
সিংড়ায় অজ্ঞাত রোগে মারা গেলো ২২ শত মুরগী, খামারি সর্বশান্ত
সিংড়ায় অজ্ঞাত রোগে মারা গেলো ২২ শত মুরগী, খামারি সর্বশান্ত

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তাঁর দুটি খামারে মুরগী মরে পড়ে আছে। জানা যায়, প্রায় ৫ বছর আগে বাড়ির পাশে পোল্ট্রি মুরগীর খামার গড়ে তোলেন আব্দুল করিম। তাঁর তিনটি খামার রয়েছে, এর মধ্য দুটি খামারের মুরগী ৭ দিন থেকে মারা যাচ্ছে।

কি কারনে মারা যাচ্ছে তা বলতে পারছে না। আব্দুল করিম বলেন, আমার তিনটি খামারে প্রায় তিন হাজার মুরগী ছিলো। গত ৭ দিন থেকে মুরগী মারা যাচ্ছে। মুরগী মারা যাওয়ায় লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। অজ্ঞাত রোগে মুরগী গুলো মারা যাচ্ছে।

এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। প্রতিবেশিরা জানান, আব্দুল করিম প্রবীণ আওয়ামীলীগের একজন কর্মী। বর্তমানে দলে তাঁর মূল্যয়ন নাই। ৫ বছর ইউপি মেম্বার হয়ে ঘরের টিনের চালাই রয়ে গেছে।

হঠাৎ কয়দিন থেকে তাঁর খামারের মুরগী মারা যাচ্ছে।
এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ তালুকদার জানান, এ বিষয়ে আমার জানা ছিলো না। তাঁর খামারের মুরগী পরীক্ষা করে দেখতে হবে কেনো মারা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান গামব্রু রোগে মারা যাচ্ছে বলে তিনি জানান।