আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। কয়েকটি দল এর মধ্যেই শেষ ষোল বা প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তবে এখনো বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। এর জন্য গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে লিওনেল মেসিদের। পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে সে ক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই কড়া প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে তাদের।

আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রি-কোয়ার্টার ফাইনাল গ্রুপ সি ও গ্রুপ ডি-র মধ্যে খেলা হবে। গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্য দিকে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া।

দু’টি গ্রুপের আটটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। গ্রুপ সি-তে শীর্ষে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোর পয়েন্ট ১।

অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স। তাদের পয়েন্ট ৬। প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া।

এই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তিউনিশিয়া। এমবাপ্পেরা যা খেলছে তাতে শেষ ম্যাচে তাদের জেতার সম্ভাবনা বেশি। ড্র করলেও শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে যাবে ফ্রান্স। কোনো কারণে যদি তারা তিউনিশিয়ার কাছে হেরে যায় তাও গোল পার্থক্যে তাদেরই শীর্ষে শেষ করার কথা। অন্য দিকে দ্বিতীয় স্থানে থাকার সব থেকে সুযোগ বেশি অস্ট্রেলিয়ার। ডেনমার্ককে হারাতে পারলে বা তাদের বিরুদ্ধে ড্র করলে প্রি-কোয়ার্টার ফাইনালে পা দেবে তারা। কিন্তু ডেনমার্ক যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তা হলে দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলোয় যাবে তারা।

আরও পড়ুন:মেসির হাতে বাংলাদেশ পতাকা।

অন্য দিকে গ্রুপ শীর্ষে থাকতে হলে পোল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে মেসিদের। জিতলে ৬ পয়েন্ট হবে তাদের। কিন্তু আর্জেন্টিনা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে সৌদি বনাম মেক্সিকো ম্যাচের দিকে। ওই ম্যাচে মেক্সিকো জিতলে বা ম্যাচ ড্র হলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে মেসিদের।

প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দল। অর্থাৎ আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে শেষ করলে অস্ট্রেলিয়া বা ডেনমার্কের মধ্যে কোনো দলের বিরুদ্ধে খেলবে তারা। কিন্তু দ্বিতীয় স্থানে শেষ করলে শেষ ষোলোয় ফ্রান্সের সামনে পড়ার সম্ভাবনা মেসিদের। ফ্রান্স অনেক কঠিন প্রতিপক্ষ। তাই পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করতে চাইবেন মেসিরা।