আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

বড়াইগ্রামে সাংবাদিক এবং আওয়ামী লীগের নেত্রীর উপরে হামলা

আমিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

মারপিট ও নির্যাতনের শিকার পৌর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্র্ড সভাপতি আজমেরী আক্তার লিপি জানান, হতদরিদ্রদে র জন্য কম দামে টিসিবির পণ্য বিক্রির স্থান ও সময়ের বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করতে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে যান।
এ সময় তার বাড়ির অদূরে গেলে জমিজমা নিয়ে বিরোধের জেরে আসমা বেগম তাকে আকস্মিক ভাবে লাঠিপেটা করতে থাকে।

এ সময় আসমার সাথে তার পরিবারের লোকজন যোগ দিয়ে বাড়ির ভিতরে নিয়ে লিপিকে বেধড়ক মারপিট করে হাত ভেঙ্গে দেয় ও আহত করে।
পরে লিপি আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনার পর তিনি তার দলীয় নেতা-কর্মীদেরকে বিষয়টি জানালে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ সেখানে ছুটে যান।

এ সময় আসামিপক্ষের লোকজনের আঘাতে আহত হন স্থানীয় আওয়ামীলীগের নেত্রী জেলা পরিষদের সদস্য মৌটুসি আক্তার মুক্তা।
পরে লিপিকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার এক পর্যায়ে নতুন সময় টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি মুক্তি রহমান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিউজ সংগ্রহের উদ্দেশ্যে।
ঘটনাস্থলে মুক্তি রহমান পৌঁছামাত্র, আসমা খাতুন (স্বামী) রঞ্জু হোসেনসহ আসমা খাতুন এর পক্ষের লোকজন সাংবাদিক মুক্তি রহমানের ওপর ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে সাংবাদিক মুক্তি রহমানকে নিউজ সংগ্রহে বাধা প্রদান করা হয় তার ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। কালেকশন কৃত ভিডিও ফুটেজ ধারণকৃত স্থির ছবি সহ নিউজ এ ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করা হয়।
আসমা খাতুন এবং তার স্বামী রঞ্জু হোসেনসহ তার ক্যাডার বাহিনী এই বলে সাংবাদিক মুক্তি রহমানকে হুমকি প্রদান করে যে, এই ঘটনার কোন নিউজ কোন পত্রিকা বা কোন টেলিভিশন যদি প্রচার হয় তাহলে সাংবাদিক মুক্তি রহমানকে দেখে নেওয়া হবে।
পরে দুপুরে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনায় জরিতদের শাস্তি দাবি করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক বাচ্চুসহ নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহবুব-উল-হক বাচ্চু বলেন, ওই জায়গাটির উপর লিপি আদালতের ডিগ্রী পেয়েছেন তারপরও আসমা জায়গা দখল ছেড়ে না দিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করছেন এবং আজ মারপিট করে আইন লংঘন করেছেন।
তিনি আইনগত ভাবে জায়গাটি লিপিকে বুঝিয়ে দেয়ার আহবান সহ মারপিট ও নির্যাতনে বিচার দাবিকরেন।
তবে এঘটনার মতামত নেওয়ার জন্য আসমার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় নাই। পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আজমেরী আক্তার লিপি এবং স্থানীয় আওয়ামীলীগের নেত্রী জেলা পরিষদের সদস্য মৌটুসি আক্তার মুক্তা ও সাংবাদিক মুক্তি রহমান আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ বিরাজ করছে বড়াইগ্রাম স্থানীয় আওয়ামী লীগের ভিতরে।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল সাংবাদিক এই অযাচিত হামলার তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করছে।