আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শ্বশুর থেকে মোটরসাইকেল উপহার পাচ্ছেন বাইকার কনে ফারহানা

গায়ে হলুদের আয়োজনে মোটরবাইক শোভাযাত্রা, চালকের আসনে কনে নিজেই। সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বাঙালি কনের এমন কাণ্ডে দেশে-বিদেশে রীতিমত আলোড়ন। মাত্র দু’দিনে ভিডিওটি দেখেছেন কোটির ওপরে মানুষ।

Biker bride Farhana Afroze
বাইকার কনে ফারহানা

গায়ে হলুদ ঘিরে ছিলো আলোড়ন তোলা এই আয়োজন। অনুষ্ঠানটি ব্যতিক্রম করতে ফারহানা মোটরসাইকেল শোভাযাত্রা করেন শহরজুড়ে। সঙ্গে ছিল তার বন্ধুরাও।

বর হাসনাইন রাফি, বাড়ি পাবনা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কনে ফারহানা আফরোজ। যশোর শহরের সার্কিট হাউজ এলাকার মেয়ে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন সম্প্রতি। গত ১৪ আগস্ট বিয়ে হয় তাদের। আগের দিন ছিলো ফারহানার গায়ে হলুদ।

Biker bride Farhana Afroz

আলোচিত বাইকার কনে ফারহানা আফরোজ বলেন, ‘আমি বাইক চালাতে পারি এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা জানে, বাপের বাড়ির লোকজন তো জানেই। আমি ভাবলাম যে ফ্রেন্ড সার্কেলরা মিলে এন্ট্রিটা দিলে বাইক দিয়েই দেই, এটাই ছিলো ব্যাপারটা।’

আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহুর্তেই তা ভাইরাল হয়। অনেক দিন ধরে মোটরবাইক চালানোর অভ্যস্ততা থেকেই ভিন্ন এই আয়োজনের চিন্তা বলে জানান কনে ফারহানা। তিনি বলেন, আজকাল কেউ আসলে পিছিয়ে নেই, যদি ফ্যামিলি সাপোর্ট থাকে সবাই এগিয়ে যেতে পারে। আমার সাপোর্ট আছে আমি এগুচ্ছি। ফ্যামিলি যদি স্ট্রং থাকে এবং বলে তুমি আগাও আমি পিছনে আছি, তাহলে মেয়েরা যুদ্ধও জয় করতে পারে। শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল উপহার পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বাইকার কনে ফারহানা আফরোজ, Biker bride Farhana Afroz
বাইকার কনে ফারহানা আফরোজ। (ছবি: সংগৃহীত)

ফারহানার শ্বশুর মোহাম্মদ রশিদ শেখ বলেন, ঢাকায় অনেক যানজট, এই জট এড়ানোর জন্য আমি তাকে মোটরবাইক কিনে দিতে চাই, যেন নিরাপদভাবে ঢাকায় চলাচল করতে পারে।

যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন ফারহানা। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে এইচআর-এ এমবিএ করছেন।