আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

‘সাহসী যোদ্ধা’র শুটিং শেষ হলো হাসপাতালে

হাসপাতালে শেষ হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ঢাকার মিরপুরস্থ কালসিতে হাসপাতালে দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির ক্যামেরা ক্লোজ হয়।

এর আগে সকালে রাজধানীর বসুন্ধারার তিনশ’ ফিটে একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করা হয়। শেষ দিনে ধারণ করা এই দৃশ্যে নায়ক ও নায়িকার মধ্যে প্রথম পরিচয় হয়। শুটিং স্পট থেকে মুঠোফেনে কালচারাল ইয়ার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

তিনি জানান, দিনে নায়ক ও নায়িকার মধ্যে প্রথম পরিচয়ের দৃশ্য এবং রাতে হাসপাতালের দৃশ্যের মাধ্যমেই আমাদের ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং শেষ হয়।

নির্মাতা সাদেক সিদ্দিকী জানান, ইতোমধ্যেই সিনেমার গানের কাজ শেষ হয়েছে। আজ শেষ হলো শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে চলতি বছরের মাঝামাঝিতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে দুই জুটি অভিনয় করছেন। চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা এবং চিত্রনায়ক আমিন খানের বিপরীতে আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। এছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিপা, অভি, রেবেকা, সুব্রত, ফরহাদ, ববিসহ আরও অনেকে।

সিনেমাটি প্রসঙ্গে ইমন জানান, ‘সাহসী যোদ্ধা’ একটি মৌলিক গল্পের চলচ্চিত্র। এতে আমাদের সমাজের প্রেক্ষাপট উঠে আসবে। গল্পের পাশাপাশি নির্মাণও হয়েছে সময় উপযোগী। সব মিলিয়ে এটি একটি ভালো ছবি হবে বলে বিশ্বাস করে এই নায়ক।

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘এটি মূলত লেডি অ্যাকশননির্ভর ছবি। এবারই প্রথম আমি লেডি অ্যাকশননির্ভর কোনো ছবিতে অভিনয় করলাম। আশা করি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের অনেক ভালো লাগবে।’

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার গল্প লিখেছেন কমল সরকার। চিত্রনাট্যও তার করা।

বিনোদনের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।