নিখোঁজ সংবাদ ভুমিকা বাড়ৈ এর কোন সন্ধান পাইনি
জন শিপন বাড়ৈ:
মেয়ের নাম ভুমিকা বাড়ৈ, বয়স ১৬ বছর জন্ম তারিখ (২৫-৩-২০২৭ইং) গত ইং ০২/০২/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৮ঃ৩০ ঘটিকার সময় ভুমিকা বাড়ি থেকে গোপালগঞ্জ, ফায়ার সার্ভিস রোড, বেদগ্রাম জার্মানি মিশন চার্চে ধর্মীয় সেবক সভায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়, অদ্যবদি বাড়ী ফিরে আসেনি।
মেয়ের বাবা-মা,আত্নীয়-স্বজন সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু ভুমিকা বাড়ৈ এর কোন সন্ধান পাইনি। ভুমিকার বাবা জন শিপন গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।ডায়েরী নং ১৪৮ ।
বর্তমানে সে নিখোঁজ রয়েছে। তাহার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৮৩৭৭৬৫০৫ নম্বরে কল করিলে নম্বর বন্ধ বলে। ভুমিকা নিখোঁজ হওয়ার দুই দিন আগে ০১৯৮৫৯১৯৭১০ এই বন্বর দিয়ে ভুমিকার বড় ভাইকে ডিস্টার্ব করে এবং 01604348978 এই নম্বর জিসান নামে ডিস্টার্ব করে বলে অভিযোগ আছে।
কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেলে।
যোগাযোগ করুন :
এই নাম্বারে : ০১৭২৭-২০২৩৩৬