শৈলকুপা র্যাব-৬ মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ জনকে মোট ১লক্ষ্য১০হাজার টাকা জরিমানা
প্রেস বিজ্ঞপ্তি
২৯ জুলাই ২০২০ইং ১টার সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানীর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে অভিযান দল এবং নাইমা খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ ও সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন, অধিদপ্তর, ঝিনাইদহ এর সমন্বয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটই বাজার এবং কাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মোঃ আব্দুল লতিফ (৩০), পিতা- মোঃ রুস্তম বিশ্বাস, সাং- হীরাডাঙ্গা, রতন কুমার পাল (৫০), পিতা- মৃত ধীরেন্দ্রনাথ পাল, সাং- ভাটই বাজার, উজ্জ্বল কুমার পাল (৩৫), মৃত অজিত কুমার পাল, সাং- কাজীপাড়া, সর্ব থানা- শৈলকুপা ও জেলা- ঝিনাইদহদেরকে তাদের দোকানে বিক্রয় নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)খ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪এর ৬০০(ক) ধারা মোতাবেক যথাক্রমে ৫,০০০/-, ২০,০০০/- ও ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়।
যার মামলা নং- ৮৩, ৮৪ ও ৮৫ তারিখ ২৯/০৭/২০, ৪। মোঃ ইমরান (৩০), পিতা- আলী কদর, সাং- কাজীপাড়া, থানা- শৈলকুপা ও জেলা- ঝিনাইদহকে তার দোকানের লাইসেন্স না থানায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৮ ধারা মোতাবেক ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। যার মামলা নং- ২৪৬/২০, তারিখ ২৯/০৭/২০।
পরবর্তী জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়। উল্লেখ্য যে, উক্ত মোবাইল কোট অভিযানে ০৮ (আট) লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।